মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংক লিমিটেডের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান

প্রকাশঃ

রূপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মজিবর রহমান সম্প্রতি পদোন্নতি লাভ করে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। মোঃ মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি উৎপাদন অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রী শেষ করে তিনি বিআরসি রিক্রুটমেন্টের মাধ্যমে ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।

সুদীর্ঘ ২৩ বছরের চাকুরী জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ন শাখার ব্যবস্থাপক/ শাখা প্রধান, জামালপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জোনাল হেড এবং কুমিল্লা ও রংপুরের বিভাগীয় প্রধান এবং প্রধান র্কাযালয়ের গুরুত্বপূর্ন বিভাগ যেমন কৃষি ও পল্লী ঋণ, জনসংযোগ বিভাগ, সাধারন ক্রেডিট , মার্কেটিং, রিকভারী, নিরীক্ষা ও পরিদর্শন, মনিটরিং কমপ্লাায়েন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মজিবর রহমান দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষন ও কর্মশালায় অংশগ্রহন করেন। দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে তার বিভিন্ন প্রকাশনা রয়েছে। চাকুরী জীবনে তিনি ভুটান, ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন। তিনি ১৯৬৯ সালে ময়মনসিংহের সদর উপজেলার হাসাদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন । ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ