দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২’ প্রতিযোগিতায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছে সোনালী ব্যাংক পিএলসি।
২০২২ সালে সকল সূচকে ভালো অর্জন করার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সোনালী ব্যাংক পিএলসি এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।
৭ নভেম্বর, ২০২৩ তারিখে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খানসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় অর্থনীতিতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান আইসিএমএবি ২০০৭ সাল হতে এ পুরস্কার প্রদান করে আসছে।