বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোমবারের জেএসসি-জেডিসির পরীক্ষাও স্থগিত

প্রকাশঃ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জেএসসি’র সাধারণ বিজ্ঞান ও জেডিসি’র ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার পরিবর্তীত তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জেএসসি ও জেডিসির শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া জেএসসির এই পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি ১৪ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ