এমটিবি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিস)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-কে আর্থিক সহায়তা প্রদান করেছে। এই সহায়তা সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর অটিস্টিক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষায় ও প্রশিক্ষণে কাজে লাগবে যেন তারা পরবর্তীতে তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে এবং আমাদের মূলধারার সমাজে তাদের অর্থবহ অবদান রেখে এগিয়ে যেতে পারে।
এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর চেয়ারম্যান, সুবর্না চাকমার হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক। এছাড়াও সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর সাবিনা ইয়াসমিন, সেক্রেটারি ও সৈয়দা শামীমা আক্তার, ট্রেজারার এবং এমটিবি’র গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মোঃ আমিনুল হক, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), তাহমিনা জামান খান, ইউনিট হেড, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন