মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সৌদি আরবে আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রকাশঃ

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিচ্ছে সৌদি আরব। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল সৌদি আরবে।

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে নির্মূল হলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি চালু করা হবে।

মহামারি করোনার কারণে ছয় মাস ধরে সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। ১৫ সেপ্টেম্বর থেকেই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন, কিন্তু ইকামার অনুমতি আছে, এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করা যাবে।

তবে করোনামুক্ত বা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এই নেগেটিভ সার্টিফিকেট দেশটিতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে ইস্যুকৃত হতে হবে।

এ ছাড়া ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে যেমন সরকারি, সেনাবাহিনী এবং বিদেশি দূতাবাসের কর্মী এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রয়োজন এমন লোকজনও আগামীকাল মঙ্গলবার থেকে সৌদিতে প্রবেশ এবং সৌদি থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ