বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল বৃহস্পতিবার থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে। বুধবার রাতে বিমানের জনসংযোগ শাখার কর্মকর্তা তাহেরা খন্দকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। হোটেলে কোয়ারেন্টাইনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন?্য নিকটবর্তী বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিমানের হঠাৎ এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভুক্তভোগীরা বলেন, বিমান বাংলাদেশ ফ্লাইট বন্ধ করলেও অন্য এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট চলছে। বিমানের টিকিট কেটেই তারা এ ভোগান্তিতে পড়েছেন।