বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর টাউন হল মিটিং ২০২১ অনুষ্ঠিত

প্রকাশঃ

সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর “টাউন হল মিটিং ২০২১” অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যাংকের সকল শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্লাটফর্মে উক্ত টাউন হল মিটিং এর আয়োজন করা হয়। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে আয়োজিত মিটিং এ অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর মোঃ মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভাপতির ভাষণে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাকসুদ করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বের সাথে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং সকলের সুস্থ্যতা কামনা করেন। তিনি ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে আগামী দিনের লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ