বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে “মেঘনা পে” নামে নতুন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস চালু করলো মেঘনা ব্যাংক লিমিটেড

প্রকাশঃ

মেঘনা ব্যাংকের ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিস “মেঘনা পে” এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি। ২১ মার্চ সন্ধ্যায় দ্য ওয়েস্টিন ঢাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে এই সেবার অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি।

সারাদেশের মানুষকে দ্রুত ও সহজেই ব্যাংকিং সুবিধা দিতে মেঘনা ব্যাংক লিমিটেড চালু করলো “মেঘনা পে”। এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা কম খরচে দ্রুত ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন। এছাড়া “মেঘনা পে” এর মাধ্যমে ব্যাংক এ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ আরো বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর এ. মিশুক। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব এইচ এন আশিকুর রহমান, এমপি-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন, বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবর্গ ও সমাজের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, “ব্যাংকিং সেবায় ডিজিটাল অভিজ্ঞতা সম্প্রসারিত করতে মেঘনা ব্যাংকের “মেঘনা পে” গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি আশা করছি মেঘনা ব্যাংকের এই উদ্যোগ সমাজের সব শ্রেণির মানুষ গ্রহণ করবেন এবং ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে”।

মেঘনা ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব এইচ এন আশিকুর রহমান বলেন, আমরা আমাদের ব্যাংকিং অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস- “মেঘনা পে” চালু করেছি। এর মাধ্যমে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। তিনি আরো বলেন, “মেঘনা পে” হবে একটি বিকল্প ডিজিটাল ব্যাংকিং সেবা যার মাধ্যমে অন্যান্য মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে। জনাব এইচ এন আশিকুর রহমান আরো বলেন, আমাদের প্রধান কাজ হবে নগদ টাকার “লেনদেন পয়েন্ট” চিহ্নিতকরন এবং সেইসব পয়েন্টগুলোতে “মেঘনা পে” গ্রাহকদের আরো বেশী উৎসাহী করে তোলা।

মেঘনা ব্যাংকের সম্মানিত প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন বলেন, মেঘনা ব্যাংক লিমিটেড সবসময়ই উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা সবসময় নতুন প্রযুক্তি এবং ব্যাংকিং সেবাগুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক যা আমাদের গ্রাহকদের জন্য আরো কার্যকরী হবে। জনাব সোহেল আর কে হোসেন আরো বলেন, আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই প্রতিশ্রুতির একটি বড় অংশ হচ্ছে “মেঘনা পে”। তিনি আরো বলেন, আমরা আত্মবিশ্বাসী যে “মেঘনা পে” এর মাধ্যমে আমরা আরো বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবো এবং তাদের প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পরবো।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ