শারদীয় দুর্গা পূজা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান জানান, দুর্গা পূজা উপলক্ষে সাতদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা সাতদিন দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। শনিবার দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরে কর্মরত সব শ্রমিকরা তাদের কাজে যোগ দেয়ায় বন্দরের ভেতরে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি কার্যক্রমও শুরু হয়েছে।
তবে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।