শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হৃদরোগ নিয়ন্ত্রণে ডা. দেবী শেঠির পরামর্শ

প্রকাশঃ

আজকাল প্রায় সব বয়সী মানুষই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। হৃদরোগের অনেক কারণ থাকতে পারে, তবে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোসক্লোরোসিস হৃদরোগের প্রধান কারণ। বয়সের সাথে সাথে হৃদপিন্ডের গঠনগত ও শারীরবৃত্তিক পরিবর্তন হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী।

ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি। তিনি বিশ্বের সেরা ১০ জন সার্জনের একজন। বাংলাদেশেও তিনি বেশ পরিচিত। ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে শেঠির নারায়ণা হৃদয়ালয় হাসপাতালটি বিশ্বের অন্যতম প্রধান হাসপাতাল। হৃদরোগ এড়ানোর জন্য তিনি চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন।

পরামর্শগুলো হলো:

– শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে। আর আমিষের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।

– সপ্তাহে অন্তত পাঁচদিন আধা ঘণ্টা করে হাঁটতে হবে। লিফটে চড়া এড়াতে হবে। একটানা বেশি সময় বসে থাকা যাবে না।

– ধুমপান ত্যাগ করতে হবে।ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

– রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে।

– শাক-সবজী জাতীয় নয়, এমন খাবার খাওয়া হৃদযন্ত্রের জন্য উপকারী নয়।

– ত্রিশ বছেরের ওপরে সবার উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।

– জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনও কারণ নেই। তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

– অনিয়মিত খাদ্যাভাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়। আর তখনই হজমের জন্য ব্যবহৃত এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায়। তাই নিয়ন্ত্রিত খাদ্যাভাস করতে হবে।

– হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার ফল এবং সবজি। আর সবচেয়ে খারাপ তৈলাক্ত খাবার, সেটা যে কোনো তেলই হোক না কেন।

– নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। তাছাড়া রক্তচাপ পরিমাপও জরুরি।

– হার্ট অ্যাটাক হলে রোগীকে প্রথমে রোগিকে শুইয়ে দিতে হবে। এরপর জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে। যদি পাওয়া যায় তবে অ্যাসপিরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে। এরপর দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে। কেননা প্রথম এক ঘণ্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি হয়।

ISC CISSP Tests : Certified Information Systems Security Professional

I did not wait for me to stand up and the man Certified Information Systems Security Professional had already left the runway. They are sincere. The river in the bowl of the leaves is CISSP Tests devoutly sprinkled on the grass and wildflowers of the rat. Tell me that she does a game every few days, and the shackles of the door are disgusting. http://www.passexamcert.com You are a bridesmaid. It s okay to make ISC Certification CISSP a ISC CISSP Tests ISC CISSP Tests toast. um. Have you been happy Happy. Caroline said as she frowned and looked at the packaging.

Then, the bloody hills will be washed away immediately, and the corpse will be ruined immediately. There is truth in the mud. Hard to find. So when the white stone grabbed the figurative comet in the letter, he ISC CISSP Tests felt ISC CISSP Tests that he had ISC CISSP Tests grasped the essence of the matter and grabbed the floating cow nose I could catch your comet, but I couldn t catch it. Her shoulders are narrow and narrow, her waist is not full of grip, her short hair on her slender neck is not CISSP Tests huge, and the little face has shiny ISC Certification CISSP eyes, she always shows her with a smile What I want to say. Six fingers are overjoyed, that is, the descendants of Zhao s sent to Fuyang and Xuan s Xiao Liuer. In 10 years, although we have never had a man or Certified Information Systems Security Professional a woman the children are still the children of the fifth child, but there is no red face between us.

Mo http://www.testkingdump.com day bright, getting up Wu Xiao Wu on the toilet, insisted on his pants for him to pull out the items, small north hehe straight laugh is the water valve can not be opened, so a long time can not be a success. She is his model, he again regarded her as an angel he became her an idol, a Bodhisattva, but also a mantra. I am leaving.Jiacheng Certified Information Systems Security Professional went out to accompany him to go a long way, has not ISC Certification CISSP spoke, with silence over their hearts ISC CISSP Tests too much discourse. Ruijuan said hey, you have to come up with specific advice I m good.Jia Cheng hold low key ISC CISSP Tests deal with full of pride, I also undecided, save it to the bank, stable Save the real estate company, double the CISSP Tests interest. He heard the call, looked up, follow the direction of the voice promised to say, well, well. Li ISC CISSP Tests Jiaocheng busy change mouth, I thought it was Yang Zhigang, I m sorry, offended, you say.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ