বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশঃ

১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিট থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয় নৌ-কর্তৃপক্ষ।

পরে বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এই নৌরুটে ফেরি পারাপার শুরু হয়।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে ১৬টি ফেরি রয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় ছয়শো যানবাহন এ নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ