আগামী ১৫ই ডিসেম্বর থেকে সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত। শুক্রবার দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বিষয়টি নিশ্চিত করেছে।
তবে করোনা রোধে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ১৪টি দেশ ছাড়া, নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন ফের শুরু করবে। সুত্রে জানানো হয়েছে এই ১৪টি দেশের সাথে যে এয়ার-বাবল ফ্লাইট ব্যবস্থা চালু রয়েছে, তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন : ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে বিমানের ফ্লাইট
সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়ান্ট বাড়তে থাকা দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল ও হংকং রয়েছে এই তালিকায়। করোনার সংক্রমণ এড়াতে গত বছরের ২২শে মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখে দেশটি। ২৫শে মার্চ থেকে টানা আড়াই মাসের লকডাউন চলে ভারতে। এরপর ধাপে ধাপে লকডাউন শিথিল করা হয়। এর আওতায় সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি বিমান চলাচল করে দেশটি থেকে।