রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

২ লাখের বেশি বিও হিসাব কমেছে

প্রকাশঃ

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব খোলার প্রবণতাও কমেছে। গেল বছরে ২ লাখের বেশি বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন। সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৮ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে বাজারে নতুন করে বিনিয়োগকারী কমেছে ২ লাখ ৪৯৬ জন।

২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। ২০১৮ সালের শেষ দিন পুরুষ বিনিয়োগকারী ছিল ২০ লাখ ২৭ হাজার ৫ জন জন। অর্থাৎ বছরের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ জন।একই সময়ে নারী বিনিয়োগকারী ৫৩ হাজার ২৪৮ জন কমেছে।

২০১৯ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০ জন। ২০১৮ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী ছিল ১২ হাজার ৫৮০টিতে। অর্থাৎ এক বছরে কোম্পানি বিনিয়োগকারী বেড়েছে ৫৭০টি।

২০১৮ সালে বিদেশী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ জনে। একই সময়ে বিদেশী বিনিয়োগকারী কমেছে ১৮ হাজার ১৪২ জনে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ