বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

প্রকাশঃ

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৮ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ নামের ওই বিমানটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বিমানটি নিখোঁজের কথা নিশ্চিত করেছে দেশটির সরকার

খবরে বলা হয়েছে, নিখোঁজ বিমানে ৬ জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। জানা যায়, কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নিখোঁজের পর পরই দেশটির একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ