শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩” এর পর্দা উঠলো

প্রকাশঃ

বুধবার (০৬ ডিসেম্বর ২০২৩) থেকে ৪ দিন ব্যাপি “৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২৩” শুরু হয়েছে। ০৮ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার, সকাল ০৯.৩০ ঘটিকায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, জনাব আখলাকুর রহমান ও চিফ গেস্ট হিসেবে মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি, এরিয়া কমান্ডার, সদর দপ্তর, লজিস্টিকস্ এরিয়া, ঢাকা সেনানিবাস ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, (অবঃ) প্রধান নির্বাহী অফিসার, আর্মি গলফ ক্লাব, লেঃ কর্নেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মঞ্জুর সিদ্দিকী (অবঃ) পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস), আর্মি গল্ফ ক্লাব, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতছিলেন।
এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে, টুর্নামেন্টের মূল্যবান পৃষ্ঠপোষক হিসেবে আর্মি গলফ ক্লাবের সহযোগিতায় টানা ৯মবারের মতো বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্ণামেন্টে আনুমানিক ৭৮০ জন গলফার অংশগ্রহন করবেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।

আগামী ০৯ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার সন্ধ্যা ১৯০০ ঘটিকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে ঢাকা ব্যাংক পিএলসি এই টুর্নামেন্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা গলফারদের বিশেষ সম্মাননা প্রদান করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ