অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৮১ অবৈধ অভিবাসী কে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি রয়েছে।
শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে তিউনিশিয়ার নৌবাহিনী।
বাংলাদেশি ছাড়াও উদ্ধারকৃতদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন অভিবাসী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
উদ্ধার ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত মাসে লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন অভিবাসীকে গ্রেফতার করেছে। তারা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
২০২১ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১।