শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ২২ স্বর্ণের বার জব্দ

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৫৫২ গ্রাম এবং যার বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এ ঘটনায় কেউ আটক হয়নি।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেট থেকে দুই কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

আরও পড়ুন : শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালের বিমান কাউন্টার আধুনিকায়ন ও সজ্জিতকরণ

সাজ্জাদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। জুসের প্যাকেট থেকে ২২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ