বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিগগিরই চালু হচ্ছে মালয়েশিয়ায় শ্রমবাজার

প্রকাশঃ

বাংলাদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারানের সঙ্গে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আশাবাদী।’

মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. আবদুল মোমেন। বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, ‘শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন।’

‘আমি তাকে ইতিবাচক দেখেছি’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।

আরও পড়ুন : বিকল্প শ্রমবাজার হিসেবে ছয় দেশে কর্মী পাঠানোর উদ্যোগ

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে শুরু থেকেই কুলাসেগারান এবং আমি একমত ছিলাম। আমরা আনন্দিত যে, বাজারটি উন্মুক্ত হওয়ার পথে। তবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২৬ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। যা ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মী প্রেরণের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। শ্রমবাজারটি উন্মুক্ত হলে এখন থেকে দেশটিতে নারী কর্মীও পাঠাবে বাংলাদেশ।

এ সময় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কলাসেগারান বলেন, বাংলাদেশের জন্য এ শ্রমবাজারটি শিগগিরই চালু হবে। তবে এক্ষেত্রে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যা সিদ্ধান্ত নেয়া হবে তা মালয়েশিয়ার মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। আর মন্ত্রিপরিষদে এটি গৃহীত হলে শ্রমবাজারটি উন্মুক্ত হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

এবারের বৈঠকে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার মন্ত্রী এম কুলাসেগারান বলেন, ‘এটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।’

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ