মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিং-এর কৌশলগত কর্মপরিকল্পনা সভা

প্রকাশঃ

মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিং উইং-এর উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংকিং সেবার বিভিন্ন কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী এক আলোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হেড অব লায়্যাবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী ফারহানা জাবীন এবং অন্যান্য বিভাগীয় প্রধানগণ।

এ সময় ফাইনান্সিয়াল এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান জনাব সজীব কুমার সাহা, ইসলামি ব্যাংকিং উইং-এর শুরু থেকে এ পর্যন্ত পারফরমেন্স তুলে ধরেন। তিনি বলেন, ব্যাংকের বিভিন্ন শাখার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং ব্যবসা সমন্বিতভাবে সফলতা অর্জন করতে পারে- তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিং উইং।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবসা পরিচালনায়, যথাযথ শরিয়াভিত্তিক ব্যবসা পরিচালনার উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মাত্র দুই বছরে ইসলামী ব্যাংকিং উইং লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। আগামি দিনগুলোতে বিভিন্ন প্ল্যাটফর্মে মেঘনা ব্যাংক ইসলামিক ব্যাংকিং ব্র্যান্ডের দৃশ্যমান উপস্থিতির উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ