মঙ্গলবার, ১৮ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. গৌরবময় ২৫ বছরের পথ পরিক্রমা শেষে ২৬ বছরে পদার্পণ করল । এ উপলক্ষ্যে ০৩ জুন ২০২৪ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনজুর আলম। ব্যাংকের সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ এবং সকল শাখাপ্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বশরীরে ও অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

“শুদ্ধতার শ্রেষ্ঠত্বে”- এই প্রতিপাদ্য নিয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সকল পরিচালকবৃন্দকে সাথে নিয়ে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ কেক কাটেন। নিজ বক্তব্যে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পরিবারের সকলের প্রতি যথাযথভাবে শরিআহ্ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ