শনিবার, ২২শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

উদ্যোক্তাদের ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি

প্রকাশঃ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় সরকার প্রদত্ত রিভলভিং ফান্ড হতে দেশব্যাপী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ