সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আমদানি রপ্তানি স্থবির হিলি স্থলবন্দরে

প্রকাশঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় হিলি স্থলবন্দরের বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, ফলে কাস্টমস কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছেন না। এর কারনে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে। জানা যায়, ভারতের ফারাক্কা ব্রিজ মেরামত করার কারণে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দুই দেশের ব্যবসায়ীদের।

বন্দরের পানামা পোর্টে আমদানি ২-৩শ পণ্যবাহী ট্রাকে ঠাসা থাকলেও এখনো ৫০টি ট্রাকও ভারত থেকে হিলি বন্দরে প্রবেশ করতে পারছে না বলে জানান বন্দরের শ্রমিক নেতা নুরল সর্দার ও মোর্শেদুর রহমান। ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের।

সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান বলেন, ফারাক্কা ব্রিজ মেরামতের কারণে হিলি বন্দর দিয়ে দেশে পর্যাপ্ত পরিমান পাথর আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা। এতে করে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রসহ মেগা প্রকল্পের কাজের ব্যঘাত ও স্থবির হয়ে পড়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজ। বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশ সরকারের পক্ষথেকে ফারাক্কা ব্রিজের মেরামত কাজ দ্রুত করার তাগিদ দেওয়া দরকার বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

ভারতের হিলি থানা ট্রাক মালিক এসোসিয়েশনের সেক্রেটারী কার্তিক সাহা বলেন, ফারাক্কা ব্রিজ মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়। সেখানে ব্রিজ মেরামতের কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিসহ কি কি সমস্যা বা অসুবিধা হচ্ছে তা তুলে ধরা হয়। তারাও দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানাগেছে ফারাক্কা ব্রিজের কাজ শেষ হতে এখনো তিন মাস সময় লাগতে পারে।

ভারত থেকে পাথরসহ বিভিন্ন পণ্যের আমদানি অনেকাংশে কমে যাওয়ার কারণে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানায় হিলি বন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম।

Best The Open Group OG0-093 Exam Guide

His indifference made me sad, and there was a hot urge to my throat. Poor cow. Tianchi said Doctor Lu, are you saying me No, looking at you on the surface seems to be The Open Group Certification OG0-093 Exam Guide very The Open Group OG0-093 Exam Guide gentle and gentle, nothing does not TOGAF 9 Combined Part 1 and Part 2 matter, and willing to OG0-093 Exam Guide suffer losses, in The Open Group OG0-093 Exam Guide fact, it is really a yak temper. A Huan is still a young lady in the World Trade Center, earning money to support two sons, and still The Open Group OG0-093 Exam Guide has a small amount of money. The face of the leaves was like a slap in the face. Your The Open Group Certification OG0-093 task is to bring good children and manage this home. This is the greatest happiness.

Do you have a The Open Group OG0-093 Exam Guide The Open Group Certification OG0-093 photo 8 30 In the yard, I have dinner in Della I believe that I don t believe it, TOGAF 9 Combined Part 1 and Part 2 and I have a OG0-093 Exam Guide happy divorce. It did not scream http://www.examscert.com/OG0-093.html but recognized this fate. He lowered his head and cried and walked away silently. My father The Open Group OG0-093 Exam Guide has five brothers and sisters who have a bad relationship with my father. I shouldn t let them wear wigs, I am sorry.

When she is in danger, she will The Open Group Certification OG0-093 tie TOGAF 9 Combined Part 1 and Part 2 me and a few small ropes to one foot and kneel on the table legs. Anyway, my sister has been The Open Group OG0-093 Exam Guide discharged from the hospital, OG0-093 Exam Guide and he is not in a hurry to go home, so he has no words to find in the Tianchi room. Tianchi proverb Mom, I OG0-093 Exam Guide miss you Tianchi is surprised What is Lu Yue The Open Group OG0-093 Exam Guide right Cheng Zhifang s face is red, and he can t wait to find a piece.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ