প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেয়া হবে সারা দেশে আজ।
এরই মধ্যে জেলা শিক্ষা অফিস থেকে চাহিদা অনুযায়ী বিদ্যালয়গুলোতে বই নিয়ে আসা হয়েছে। নতুন ক্লাসের নতুন বইয়ের অজানা সব তথ্য জানতে মুখিয়ে আছে শিক্ষার্থীরা। সময়মতো বই বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষকরা বলছেন, নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্যম বাড়াবে।
এ বছর প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল ও ভোকেশনালে ৪ কোটি শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৩৫ কোটি বই বিতরণ করা হবে। গেল ২৪ ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।