সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পুঁজিবাজারে লেনদেনে মন্দাভাব

প্রকাশঃ

দেশের প্রধান পুঁজিবাজারে দু’দিনের উত্থানের পর ফের টানা পতন শুরু হয়েছে। আজ বুধবারও বাজারে নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণের দিক থেকেও আজ নিম্নমুখী ধারা অব্যহৃত।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, আজ বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল মাত্র ২১৫ কোট টাকা। এ ধারায় চলতে থাকলে দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে টেনেটুনে ৩শ কোটি টাকা।

দুপুর দেড়টায় ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৪ হাজার ৯৪৩ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কম।

গত কয়েক দিনের মতো আজও কিছুটা উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয়েছিল। কিন্তু বাজারে কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় ধীরে ধীরে সূচক নিম্নমুখী হতে থাকে। প্রথম দুই ঘন্টায় ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট কমে যায়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ