সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ছাড়াল

প্রকাশঃ

গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ।

শুক্রবার ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে ৭০ হাজার ৪৯৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৯৬৪ জনসহ মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

ভারতে বেশ কিছুদিন ধরে কভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমতির দিকে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী আছে ৯ লাখের কম। সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখের বেশি মানুষ।

রাজ্য হিসেবে মহারাষ্ট্র, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও গুজরাতে করোনার সংক্রমণ বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৩০ জনের।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ