বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন বিধি-নিষেধ

প্রকাশঃ

ওমরাহ পালনকারীদের জন্য পবিত্র কাবা শরীফেতাওয়াফের সারি কমিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখন এই সারি কমিয়ে ৩৪টি করা হয়েছে। আরব নিউজ জানায়, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ সব জায়গায় স্বাস্থ্যবিধি অনুসরণ আবারও বাধ্যতামূলক করা হয়েছে।

খবরে বলা হয়েছে, পবিত্র কাবা প্রাঙ্গণের ৩৪ সারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়েছে।

এ ছাড়া মাস্ক পরা, হাত ধোয়া, জায়নামাজ নেওয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগে ওমরাহবিষয়ক পরিচালক প্রকৌশলি আয়মান ফালামবান এসব কথা জানান।

তিনি আরও জানান, মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের পবিত্র মসজিদুল হারামে প্রবেশের সময়সূচিও বেধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে নির্ধারিত সময়েই মসজিদে প্রবেশ করতে হচ্ছে সবাইকে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ