সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে স্ক্রিন শেয়ারিং

প্রকাশঃ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের অভিজ্ঞতা আরও উন্নত করতে চালু করা হচ্ছে স্ক্রিন শেয়ারিং সুবিধা।
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানায়, ভিডিও কল চলার সময় নিজের লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে ডকুমেন্ট শেয়ার, পরিবারের সবার সঙ্গে ছবি দেখা, বন্ধুদের সঙ্গে ছুটি বা অনলাইনে কেনাকাটার পরিকল্পনা করা, অথবা দাদা-দাদি, নানা-নানিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া যাবে।

ইতোমধ্যে গত মে মাসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ ডেস্কটপের জন্য ফিচারটি চালু করা হবে। এ ছাড়াও হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ে ল্যান্ডস্কেপ মোড যুক্ত করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা আরও প্রশস্ত ভিউ দেখাতে পারবেন।

এর আগে, ২০১৬ সালে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং সুবিধা চালু হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে পরবর্তীতে ভিডিও কলিংয়ে আরও নতুন নতুন সুবিধা যুক্ত করা হয়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ