রবিবার, ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া

প্রকাশঃ

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। ব্যাক ফর গুড প্রোগ্রামের মাধ্যমে ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ দেশে ফিরতে বলা হয়েছে।

গত বছরও অবৈধ প্রবাসীদের স্পেশাল পাস নিয়ে দেশে ফেরার সুযোগ দিয়েছিল মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার থ্রি প্লাস ওয়ান নামে ওই কর্মসূচির মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ আগস্ট।

অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ ব্যক্তিদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সাত হাজার ৯০০টি অভিযান চালিয়ে ২৩ হাজার ২৯৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বাংলাদেশি ছিল ৫ হাজার ২৭২ জন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ