সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশন ও মেধা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মেধা (মেডিকেল, এডুকেশন এন্ড হেলথ্ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন)-এর সাথে ‘কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রায় আর্থিক সহায়তা’ শীর্ষক প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের অধীনে এমটিবি ফাউন্ডেশন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির এবং উচ্চ মাধ্যমিকের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা খরচ বহন করার জন্য মেধা-কে এই সহায়তা প্রদান করবে। এমটিবি ফাউন্ডেশন, এই প্রকল্পের মাধ্যমে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪ (উন্নত শিক্ষা) অর্জনে সহায়ক হিসেবে নিজেদের ভূমিকা রাখতে চায়।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস-এর উপস্থিতিতে ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ্উদ্দিন, প্রেসিডেন্ট, মেধা এবং সামিয়া চৌধুরী, সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ