সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় বিশ্বের ১৬ দেশে ৪৫৫ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশঃ

করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ জন ও পর্তুগালে একজন মারা গেছেন। করোনাভাইরাসের সংক্রমণে পর্তুগালে এই প্রথম কোন বাংলাদেশীর মৃত্যু হলো। নিউইয়র্কে সর্বশেষ দুজনের মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩৩ বাংলাদেশী মারা গেলেন। সোমবার প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের ১৬ দেশে সোমবার পর্যন্ত ৪৫৫ বাংলাদেশী করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৩৩ জন, যুক্তরাজ্যে ১২২ জন, সৌদি আরবে ৫৫ জন, ইতালিতে আটজন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, কুয়েতে ৩ জন, সুইডেনে দুজন, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশী মারা গেছেন। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে রবিবার পর্যন্ত ১৮ হাজার ৮৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিদেশীদের সংখ্যাই বেশি। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। সিঙ্গাপুরের পর আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি বাংলাদেশী আক্রান্ত হয়েছেন সৌদি আরবে। দেশটিতে ১ হাজার ৭০০-এর বেশি আক্রান্ত হয়েছেন। কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশীর সংখ্যা এক হাজারের বেশি। এছাড়া কুয়েতে ১৭০, ইতালিতে ১৪০, স্পেনে ১০০-এর বেশি এবং সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই দেশগুলোতে আক্রান্ত বাংলাদেশীর সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ