সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গণপরিবহন ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে

প্রকাশঃ

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধ এবং পরিস্থিতি উন্নয়নের সরকার সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সপ্তম দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। ছুটির প্রজ্ঞাপনে বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এরপর পরই বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একই সময় পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়।

গত ৮ মার্চ প্রথম দেশে করোনা রোগী শনাক্ত হয়। ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এদিন থেকেই সারাদেশে গণপরিবহন লকডাউন ঘোষণা করা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এরপর যে কবার সাধারণ ছুটি বাড়ানো হয়েছে তত সময় পর্যন্ত গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় আসন্ন ঈদেও গণপরিবহন চলার আর কোন সম্ভবনা রইল না। বরং চলাচলে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ