শনিবার, ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চার দেশে ফ্লাইট স্থগিত করল তুরস্ক

প্রকাশঃ

করোনার প্রকোপ থেকে বাঁচতে চারটি দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। দেশগুলো হলো- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কা। মূলত করোনা মহামারি থেকে সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

রবিবার (১৪ নভেম্বর) তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। দেশটির গণমাধ্যম ডেউলি সাবার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আরও ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।

তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স ইউরোপে বেশ জনপ্রিয়। তারা মহামারির পরেও গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় বিমান চলাচলের শীর্ষে ছিল।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ