বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গ্রামীণফোনের সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশঃ

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চিঠি দেয়। নিষেধাজ্ঞার প্রায় ৬ মাস পর তা প্রত্যাহার করে নেওয়া হলো।

রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।

এর আগে গত বছরের ২৯ জুন উন্নত সেবা নিশ্চিত করতে না পারার অভিযোগে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ওই সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানিয়েছিলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ