বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৩৪১, মৃত বেড়ে ৬০

প্রকাশঃ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে ৩৪১জন আর মারা গেছে আরও ১০ জন। এ নিয়ে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আজ বৃহস্পতিবার নতুন কেউ সুস্থ না হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা ৪৯ জনই আছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে। আজ বৃহস্পতিবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৬০ জন।’

গতকাল বুধবার ৭ জন সুস্থ হলেও আজ কেউ সুস্থ হননি। এতে করে ১৬ এপ্রিল পর্যন্ত ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। করোনায় মৃত রোগীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘মৃত এই ১০ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩জন। ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরের চারজন।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি ২ হাজার ১৩৫টি এবং নমুনা পরীক্ষা করেছি ২ হাজার ১৯টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা করার হার ১৬ শতাংশ বেশি।’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২১৯ জন, মৃত্যু হয় চারজনের। তার আগের দিন শনাক্ত হয় ২০৯ জন, মৃত্যু হয় সাতজনের।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে ইতোমধ্যেই দেশজুড়ে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ