বুধবার, ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক ও বিএইচবিএফসির মধ্যে চুক্তি

প্রকাশঃ

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গ্রাহকদের ঋণের কিস্তি জনতা ব্যাংকের যে কোন শাখায় অনলাইনে জমা দেওয়া যাবে। এছাড়া শীঘ্রই চালু হতে যাচ্ছে জনতা ব্যাংকের অ্যাপস ই-জনতা, যার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সহজে নিজ অ্যাকাউন্ট থেকে তাদের ঋণের কিস্তি, বিভিন্ন ফি ও ভ্যাট পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এবং বিএইচবিএফসির এমডি মোঃ আব্দুল মান্নানের উপস্থিতিতে এ বিষয়ে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের জিএম মেহের সুলতানা এবং বিএইচবিএফসির জিএম মোঃ খাইরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান বাহার ও মোঃ মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং বিএইচবিএফসির ডিএমডি অরুন কুমার চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ