বৃহস্পতিবার, ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জোডিয়াক পাওয়ার চিটাগং লিমিটেড -এর সঙ্গে ঢাকা ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর

প্রকাশঃ

চট্টগ্রামের পটিয়াতে জোডিয়াক পাওয়ার চিটাগং লিমিটেড নামে একটি ৫৪.৩৬৩ মেগাওয়াট HFO ভিত্তিক পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠার জন্য ৮০০.০০ মিলিয়ন টাকার প্রেফারেন্স শেয়ার এ বিনিয়োগ সংক্রান্ত ‘চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান’ অক্টোবর ১৩, ২০১৯ ইং তারিখে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ঢাকা ব্যাংক লিমিটেড ‘অ্যারেঞ্জার’এবং ‘এজেন্ট’হিসাবে কাজ করছে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড।

জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ব্যাংক লিমিটেড এবং জনাব ইমরান করিম, ভাইস চেয়ারম্যান, জোডিয়াক পাওয়ার চিটাগং লিমিটেড সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্ব জনাব খালিদ ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, জোডিয়াক পাওয়ার চিটাগং লিমিটেড; মোঃ এখলাছুর রহমান, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থমন্ত্রনালয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব),বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্সফান্ড লিমিটেড; মোঃ আব্দুল খালেক খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং হুমায়রা আজম, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এছাড়া ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান সমূহের উর্ধত্বন কর্মকর্তা বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ