রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংক সাউথইস্ট ব্যাংক’কে অ্যাওয়ার্ড প্রদান করেছে

প্রকাশঃ

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত “সাস্টেইনেবল রেটিং রিকগনিশন সেরেমনি” শিরোনামে অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কামাল হোসেন “সাস্টেইনেবল রেটিং ২০২১” এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সম্প্রতি, বাংলাদেশ ব্যাংক “সাস্টেইনেবল রেটিং ২০২১” প্রকাশ করেছে এবং রেটিংয়ে সাউথইস্ট ব্যাংক শীর্ষ দশে রয়েছে।

এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংক চারটি সূচকে এগিয়ে থাকা ব্যাংক গুলোকেই এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। দ্বিতীয়বারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাসটেইনেবল রেটিং ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যে চার সূচকের ভিত্তিতে এ রেটিং প্রণয়ন করা হয়েছে সেগুলো হলো টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি)।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ