রবিবার, ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ বাড়লো

প্রকাশঃ

ব্যাংকের গ্রাহকদের মতোই এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩১ আগস্টের মধ্যে অপরিশোধিত ঋণের কিস্তির অর্ধেক পরিশোধ করে খেলাপি হওয়া থেকে বেঁচে যেতে পারবেন গ্রাহকরা। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বছরের জুন পর্যন্ত প্রদেয় ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। জুন পর্যন্ত প্রদেয় কিস্তির অবশিষ্ট অংশ পরবর্তী কিস্তির সঙ্গে প্রদান করতে হবে।

এতে বলা হয়, ঋণ বা লিজের সুদ প্রকৃত আদায় সাপেক্ষে আয়ের খাতে দেখানো যাবে। সুদ হিসাবায়ন হবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী। এ সময় ঋণের দণ্ড সুদ ও অতিরিক্ত ফি, চার্জ বা কমিশন আদায় করা যাবে না।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ