শনিবার, ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এবং টাইগার নিউ এনার্জি-র মধ্যে ট্রানজেকশন এডভাইজরি চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মেঘনা ব্যাংক এবং শতভাগ চীনা মালিকানাধীন কোম্পানি টাইগার নিউ এনার্জি-র মধ্যে সম্প্রতি একটি ট্রানজেকশন এডভাইজরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাইগার নিউ এনাজি কোম্পানি প্রথমবারের মত বাংলাদেশে রিচার্জেবল ব্যাটারী সোয়াপিং স্টেশন প্রযুক্তি নিয়ে এসেছে যা একই সাথে জ্বালানি সহায়ক এবং পরিবেশ বান্ধব। থ্রি-হুইলারে ব্যবহৃত প্রচলিত ব্যাটারী প্রযুক্তির তুলনায় এ প্রযুক্তি বিদ্যুত সাশ্রয়ী এবং অন্তত তিনগুন দীর্ঘস্থায়ি।

মেঘনা ব্যাংক এডভাইজরি সেবার আওতায় টাইগার নিউ এনার্জি কোম্পানিটির সামগ্রিক বাজার সম্প্রসারণে কাজ করবে। প্রান্তিক ব্যবসায়ীদের জন্য একদিকে অর্থায়ন সহায়তা এবং অন্যদিকে নতুন লাভজনক ব্যবসা সম্প্রসারণ-ই এ কার্যক্রমের উদ্দেশ্য।

মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব কিমিয়া সাদাত এবং টাইগার নিউ এনার্জি-র চেয়ারম্যান মিস মাও জিংওয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ