শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

৬ ঘন্টা বিদ্যুৎ বিহীন শাহজালাল বিমানবন্দর

প্রকাশঃ

রাজধানীর হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিহীন রয়েছে। ফলে বিমানবন্দরের কার্যক্রমে যথেষ্ট ব্যঘাত ঘটে। গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

আজ রবিবার সকাল ৮টা ২৩ মিনিট থেকে বিমানবন্দরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল বিমানবন্দর।

জানা গেছে, সকালে বাংলাদেশ রেলওয়ে বিমানবন্দর এলাকায় উচ্ছেদ অভিযান চালালে ভুলে বিমানবন্দরের মেইন বিদ্যুৎলাইন কাটা পড়ে।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল-২ ও অভ্যন্তরীণ টার্মিনালে বিদ্যুৎ না থাকলেও বিকল্প ব্যবস্থায় সচল রাখা হয়েছে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ভবনের কার্যক্রম। জেনারেটর ও পাওয়ার ব্যাকআপ দিয়ে সীমিত আকারেই বিমানবন্দরে লাইট জ্বালানো হচ্ছে।

কম্পিউটার সচল না থাকায় হাতে লিখে বোর্ডিং কার্ড ইস্যু করছে এয়ারলাইন্সগুলো। এদিকে পানি না থাকায় টয়লেটে সবচেয়ে বিপাকে পড়েন যাত্রী ও বিমানবন্দরের কর্মীরা। এসি বা ফ্যান না চলায় গরমে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ