শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

টাকার নোটের মতো দেখতে বিল,কুপন, টিকিট ছাপানো নিষেধ

প্রকাশঃ

টাকার নোটের মতো করে কোনো ধরনের বিল, কুপন বা টিকিট ছাপানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সবাইকে সতর্ক করে বলেছে, ব্যাংক নোটের আদলে কোনো বিল, কুপন বা যে কোনো ধরনের টিকিট ছাপানো বিক্রি বা ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানাধীন কিছু হোটেল, রেস্তোরাঁ এবং শহরের পাশে অবস্থিত বিনোদন পার্ক নোটের মতো দেখতে বিভিন্ন মূল্য মানের খাবার বিল, টোকেন বা টিকিট ছাপিয়ে ব্যবহার করছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এগুলোর মাধ্যমে সাধারণ মানুষের প্রতারিত হওয়া সুযোগ রয়েছে এবং জাল নোট প্রস্তুতকারক চক্রের প্রতারণা বাড়তে পারে। এ জন্য দণ্ডনীয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্নিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ