শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের উত্থানে ফিরেছে আজকের পুঁজিবাজার

প্রকাশঃ

টানা ৬ কর্মদিবসের পতন শেষে আজ মঙ্গলবার সূচকের উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১২টায় ডিএসইতে ১১৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭০ পয়েন্টে, শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার  ৪৭৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ