শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজও মূল্য সূচকের পতনে লেনদেন চলছে

প্রকাশঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও (বুধবার) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ১৩২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ